খুলনা জেলার কয়রা উপজেলা বিস্তারিত Detail of Koyra Upazila in Khulna

 


খুলনা জেলার কয়রা উপজেলা বিস্তারিত

Detail of Koyra Upazila in Khulna

খুলনা জেলা কয়রা থানার বিস্তারিত

কয়রা উপজেলার ইতিহাস

কয়রা একনজরে কয়রা

১ । ভৌগলিক পরিচিতি  উত্তর দক্ষিণ ও পূর্বের সুন্দরবন ও দাকোপ উপজেলা পশ্চিমে সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলা।

২।  কয়রা উপজেলার পটভূমি ১৯/১১/১৯৭৯ খ্রিস্টাব্দ তারিখে প্রথমেই উপজেলাটি থানা হিসেবে প্রতিষ্ঠিত হয় অতঃপর ০৭/১১/১৯৮৩ খ্রিস্টাব্দ তারিখে থানা থেকে উপজেলায়  উন্নতি করা হয়।

৩। মানচিত্রে কয়রা  বাংলাদেশ ৬৪টি জেলার মধ্য খুলনা বিভাগে অন্তর্গত খুলনা জেলার সর্বদক্ষিণে সুন্দরবন ঘোষিত ২৬৩.১২  বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ৭টি ইউনিয়ন। 

৪।  ইউনিয়নের নাম ১. আমাদি ২. বাঙালি ৩. মহেশ্বরীপুর ৪. মহারাজপুর ৫. কয়রা ৬. উত্তর বেদকাশী ৭.দক্ষিণ বেদকাশী 

৫। ভাষা, সংস্কৃতি ও সম্প্রদায়  মুসলিম বাংলা ইংরেজি আরবি হিন্দু  বাংলা ইংরেজি খ্রিষ্টান আদিবাসী মাহাতো অত্র উপজেলার উত্তর ও দক্ষিণ ইউনিয়ন আদিবাসী সম্প্রদায় ও মাহাতো ৩২২টি  পরিবার বসবাস করে।

৬।  ঐতিহাসিক/ দর্শনীয় স্থান ক/ উত্তরকাশী রাজা প্রজা পার্টির এর বাড়ি খ/ মসজিদ পুরের মসজিদ গ/ খালেদ খার ৩৮ দীঘা দীঘা ঘ/ আমাদি ব্যুরো  খা ফতে  ক্ষার দিঘী।

৭। খেলাধুলা ও বিনোদন  জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলাধুলার পাশাপাশি গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত এবং বিনোদন হিসেবে বিভিন্ন ধরনের নাটক, নিত্য অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে উপজেলা অনুষ্ঠিত হয়ে থাকে।

৮।  মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের তালিকা  সংরক্ষিত আছে।

 ৯। প্রকৃতিক সম্পদ উল্লেখযোগ্য কিছু নেই।

১০। নদ-নদী  কপোতাক্ষ, শাড়ি, কয়রা উপজেলা বেষ্টিত।

১১।  ব্যবসা বাণিজ্য  বিভিন্ন পেশাজীবীর ব্যক্তিবর্গ চিংড়ি উৎপাদন ও রপ্তানি কাজে নিয়োজিত রয়েছে।

১২।  হাট-বাজার ২১টি।

১৩। হোটেল ও আবাসন ০৩টি

১৪। জনপ্রতিনিধি  এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা, ইউনিয়ন পরিষদের, ইউনিয়ন পরিষদের সদস্য/ সদস্য বিন্দু, সংরক্ষিত মহিলা সদস্য বিন্দু, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক সাংবাদিক বৃন্দ।

১৫।  পত্রপত্রিকা  নাই।

১৬।  প্রখ্যাত ব্যক্তি  মরহুম খান সাহেব কোমর উদ্দিন ঢালী ব্রিটিশ সরকার কর্তৃক খান সাহেবের উপাধি প্রাপ্ত ও পাকিস্তান সরকার কর্তৃক সমাজসেবক উপাধি প্রাপ্ত, গ্রাম জায়গীরমহল, ইউনিয়ন  আমাদি ।

,মরহুম কবি এবাদুল্লাহ শেখ তার পরিচিত কাব্যগ্রন্থ মালঞ্চ, ঝরা ফুল, ইত্যাদি।


কয়রা উপজেলার নামকরণ Detail of Koyra Upazila in Khulna

জেলা 


খুলনা


উপজেলা


কয়রা

কয়রা উপজেলার সীমানা



ভৌগলিক পরিচিতি  উত্তর দক্ষিণ ও পূর্বের সুন্দরবন ও দাকোপ উপজেলা পশ্চিমে সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলা।

কয়রা উপজেলার দূরত্ব জেলা সদর হতে


২৬  কিলোমিটার

কয়রা উপজেলার আয়তন


৩৩.৩৮  বর্গ কিলোমিটার

দাকোপ উপজেলার জনসংখ্যা


৫৯০৮০ জন ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী


পুরুষ

১৩৪৭৫ জন


মহিলা

১৩৫৫৪  জন 

কয়রা উপজেলার লোকসংখ্যার ঘনত্ব


৮৯৫ প্রতি বর্গ কিলোমিটারে

কয়রা উপজেলার মোট ভোটার সংখ্যা


২৭০২৯ জন


পুরুষ ভোটার সংখ্যা

১৩৪৭৫ জন


মহিলা ভোটার সংখ্যা

১৩৫৫৪ জন

বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার


- ০.৩৪%

মোট পরিবার থানা


টি

নির্বাচনী এলাকা


খুলনা-




গ্রাম


১১টি

মৌজা


২টি

ইউনিয়ন


১টি

পৌরসভা


টি

এতিমখানা  সরকারি


টি

এতিমখানা বেসরকারি


টি

মসজিদ


৬৭টি

মন্দির


২০টি

গির্জা


০৩টি

নদ-নদী


০৯টি 

হাট-বাজার


টি 

ব্যাংক শাখা


৫টি

পোস্ট অফিস 


২টি

টেলিফোন এক্সচেঞ্জ


১টি


কয়রা উপজেলার কৃষি সংক্রান্ত Detail of Koyra Upazila in Khulna

মোট জমির পরিমাণ


২ ৭,২২৮ হেক্টর


নীট ফসলী জমি


হেক্টর

মোট ফসলী জমি


১৮,৬৫৭ হেক্টর


দুই ফসলী জমি


১৬,৬২১ হেক্টর


মোট জমির  পতিত পরিমাণ


১,১৫৫ হেক্টর


গভীর নলকূপ


১২টি

অ  গভীর নলকূপ


৫৫০টি

নলকূপের সংখ্যা


৫৬২টি


 কয়রা উপজেলার শিক্ষা সংক্রান্ত Detail of Koyra Upazila in Khulna

সরকারি প্রাথমিক বিদ্যালয়


২১টি

কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়


০ ০

জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়


০৫টি

সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়


০১টি

এবতেদায়ী মাদ্রাসা


৩টি

দাখিল মাদ্রাসা


২টি

আলিম মাদ্রাসা


৩টি

কলেজিয়েট স্কুল


১টি

সরকারি মহিলা কলেজ


১টি

কলেজ


২টি

শিক্ষার হার


৬৬% 


কয়রা উপজেলার স্বাস্থ্য সংক্রান্ত Detail of Koyra Upazila in Khulna

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স


১টি

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র


৪ টি

বেডের সংখ্যা


৫০টি

কর্মরত ডাক্তারের সংখ্যা


২টি

সিনিয়র নার্স সংখ্যা


৩ জন

সরকারি নার্স সংখ্যা


কমিউনিটি ক্লিনিক


৪টি


কয়রা উপজেলার ভূমি ও রাজস্ব সংক্রান্ত Detail of Koyra Upazila in Khulna

মৌজা


২টি

ইউনিয়ন ভূমি অফিস


৫টি

পৌর ভূমি অফিস


১টি

কৃষি


৪৩১৯.১৫ একর

অকৃষি


১৯৩৭. ৫০ একর

বন্দোবস্তযোগ্য কৃষি


—-----

বাৎসরিক ভূমি উন্নয়ন কর দাবি


সাধারণ সংস্থা

বাৎসরিক ভূমি উন্নয়ন কর আদায়


সাধারণ

হাট বাজারের সংখ্যা


১২টি

মোট খাস জমি


৪৩১৮,২৬21


কয়রা উপজেলার যোগাযোগ সংক্রান্ত Detail of Koyra Upazila in Khulna

পাকা রাস্তা


৩৪০.০০ কিলোমিটার

অর্ধ পাকা রাস্তা


১১০.০০  কিলোমিটার

কাঁচা রাস্তা


৯৫.০০ কিলোমিটার

  ব্রিজ/ কালভার্টের সংখ্যা


২৮৭টি

নদীর সংখ্যা


০২টি


 কয়রা উপজেলার পরিবার পরিকল্পনা সংক্রান্ত Detail of Koyra Upazila in Khulna

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র


০৭টি

পরিবার পরিকল্পনা কিলিনিক


—- –

এম. সী. এইচ. ইউনিট


১০টি

সক্ষম দম্পতি সংখ্যা


২১.৩৩৫ জন


 কয়রা উপজেলার মৎস্য সংক্রান্তর Detail of Koyra Upazila in Khulna

পুকুরের সংখ্যা


১১০টি

বাগদা চিংড়ি খামারের সংখ্যা


১৪০ টি

গলদা চিংড়ি খামারের সংখ্যা


২৫৩০টি

সরকারি জলমহাল সংখ্যা


১১৪টি

উন্মুক্ত জলাশয়


০৮টি

বাগদা চিংড়ি হ্যাচারি সংখ্যা


০৮টি


কয়রা উপজেলার প্রাণী সম্পদ Detail of Koyra Upazila in Khulna

উপজেলা পশু চিকিৎসা কেন্দ্র


১টি

পশু ডাক্তারের সংখ্যা


১টি 

কৃত্রিম প্রজনন কেন্দ্র


১টি

পয়েন্ট সংখ্যা


—---

উন্নত হাঁস মুরগির খামারের সংখ্যা


৬৭টি

গবাদি পশুর খামার


৫৫টি

বয়লার মুরগির খামার


৯৯টি


কয়রা উপজেলার সমাজ সেবা সংক্রান্ত তথ্যাবলী Detail of Koyra Upazila in Khulna

বয়স্ক ভাতা ভোগীর সংখ্যা


৪,৮৪১ জন

বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতা ভোগী


৩৩৫২ জন

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ভোগী


১১২০ জন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি


১১১ জন

মুক্তিযোদ্ধা ভাতা ভোগীর সংখ্যা


৭৮ জন

মোট মুক্তিযোদ্ধার সংখ্যা


৭৮ জন

কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ


১টি

মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিঃ


১টি

ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ


১১টি

বহুমুখী সমবায় সমিতি লিঃ


১০১টি

মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ


৩৩টি

যুব সমবায় সমিতি লিঃ


৮টি

আশ্রয়/ বহুমুখী সমবায় সমিতি


৩টি

কৃষক সমবায় সমিতি লিঃ


২০টি

পুরুষ বিত্তহীন সমবায় সমিতি লিঃ


০৬টি

মহিলা বিত্তহীন সমবায় সমিতি লিঃ


৪টি

ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ


২টি

অন্যান্য সমবায় সমিতি লিঃ


৫টি

চালক সমবায় সমিতি লিঃ


৩টি


কয়রা উপজেলার মানচিত্র উপরে দেওয়া হলো আপনি এক নজরে কয়রা উপজেলা দেখতে মানচিত্র ব্যবহার করতে পারেন।Detail of Koyra Upazila in Khulna



শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প, প্রাথমিক কর্ম -৩ 

শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা 

সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৩ টি

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৫টি

শিক্ষা প্রতিষ্ঠান

৫টি  প্রাথমিক বিদ্যালয়ের তথ্য


উপজেলা শিক্ষা অফিস কয়রা খুলনা Detail of Koyra Upazila in Khulna

একটি উন্নত, দক্ষ সচেতন জাতি গঠনের যে সুশিক্ষা ও সুনাগরিক তৈরি করা দরকার তার মূল ভিত্তি হচ্ছে মানসম্পন্ন শিক্ষা।  শিক্ষা কর্মকর্তাগণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ এর মাধ্যমে শিক্ষকদের সকল প্রকার কাজ যথাযথ তদারকি করে আসছে। চালুকৃত উপবৃত্তি কর্মসূচি, বিদ্যালয় সুপারভিশন, স্কুল ফিডিং কর্মসূচি, শিক্ষক নিয়োগসহ অন্যান্য কাজকর্ম সুস্থ ভাবে চলছে। বিনামূল্যে পাঠ্যবই বিতরণ যথা সময়ে সম্পন্ন হয়েছে। কার্যক্রম এস এম সি গঠন ও প্রধানকে বিদ্যালয় ব্যবস্থাপনা প্রশিক্ষণ প্রদান কার্যক্রম যথাযথভাবে সম্পাদিত করছে। অত্র উপজেলায় সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় এবং কর্মপরিকল্পনায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ১০০% উন্নতি হয়েছে ।


Previous Post
Next Post
Related Posts