Ad Code

Responsive Advertisement

সমাজকর্মী নিয়োগ পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি

 


সমাজকর্মী নিয়োগ পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি

সমাজকর্মী ইউনিয়ন পদের লিখিত mcq পরীক্ষা সামনে এই পদে নিয়োগ পাবেন ৪৬৩ জন আর চাকরিপ্রার্থী ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন অর্থাৎ প্রতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৪৩০ জন, এই নিয়োগ পরীক্ষার ধরন, প্রশ্ন পদ্ধতি, গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ও প্রস্তুতি নিয়ে লেখা।


সমাজকর্মী ইউনিয়ন পদের লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে ওএমআর সীটের মান ৭০ নম্বরের প্রশ্ন হবে। বাংলা, ইংরেজী, গণিত ও সাধারণ জ্ঞান নম্বর, কোন বিষয়ের উপর, প্রার্থী সংখ্যা বেশি হয় পরীক্ষা হওয়ার সম্ভাবনা ধাকা ও বিভাগীয় শহরগুলোতে ক্ষেত্রবিশেষে জেলা পর্যায়ে।


সাধারণ জ্ঞান

পদ্মা সেতু, আদমশুমারি, মুক্তিযুদ্ধ, মেট্রোরেল, সমাজসেবা অধিদপ্তর, জাতিসংঘ এবং সাম্প্রতিক আন্তর্জাতিক ও বাংলাদেশের বিষয়ে বিশেষ নজর দিতে হবে।


বাংলা

বানান শুদ্ধ, ধ্বনি ও বর্ণ, বিরাম চিহ্ন, প্রকৃতি, সন্ধি বিচ্ছেদ, তারক, এক কথায় প্রকাশ, বাগধারা।


 গণিত

লসাগু ও গসাগু, ঐকিক নিয়ম,মান নির্ণয়, সূচক, ক্ষেত্রফল ও কোণ।


ইংরেজী

Article, Fill in the gaps, Parts of Speech, Phrases and Idioms, Suffixes and prefixes, GK, Translation,


যেসব প্রশ্ন দেখবেন

সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন, বিগত বছরগুলোতে হয়ে গেছে অন্তত বিগত তিন বছরের প্রশ্ন।


পদ্মা সেতু ,পদ্মা বহুমুখী সেতুর ইতিহাস দেখুন


চাকুরিপ্রার্থী সকল ভাই বোনদের জন্য জরুরী দরকার দেখুন


বাংলাদেশের অর্জন  অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ দেখুন


সমাজসেবা অধিদপ্তর Department of Social services এর ইতিহাস দেখুন


মধুমতি সেতু ( কালনা সেতু) দেশের ইতিহাসে প্রথম দেখুন


সাম্প্রতিক ঘটনাবলী ও সাধারণ জ্ঞান দেখুন


সমাজসেবা অধিদপ্তর এর প্রশ্ন এর সারাংশ উত্তর সহ দেখতে ২০ তারিখ রাত ৮টায় দেখুন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ