Ad Code

Responsive Advertisement

কোটার কাটাকুটিতে ৭৩ ভাগ চাকরি মোট সরকারি জনবল

 


কোটার কাটাকুটিতে ৭৩ ভাগ চাকরি মোট সরকারি জনবল ১০,২৩,৬৪০ প্রথম শ্রেনী দ্বিতীয় শ্রেণি তৃতীয় শ্রেণি চতুর্থ শ্রেণি সরকারি চাকরি। 

সরকারি চাকরি ৭৩ সতাংশ নিয়োগ হয় কোটায় । তারা সবাই তৃতীয় শ্রেণি চতুর্থ শ্রেণির অথবা ১৩ থেকে ২০ গ্রেডের সে হিসেবে বেশির ভাগ চাকরিই হয় কোটায়।আগের সরকারি চাকরি বিন্যাস শ্রেণি অনুযায়ি করা হলেও এখন তা গ্রেড অনুযায়ি করা হয়। 

কোটার হিসাব

এতিম ও প্রতিবন্ধী কোটা ১০%

মুক্তিযোদ্ধা কোটা ৩০%

নারি কোটা ১৫%

ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা ৫%

আনসার ও ভিডিপি কোটা ১০% 

জেলা কোটা ৩০%

সরকারি চাকরি ৭৩ সতাংশ নিয়োগ হয় কোটায়


আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন এই আইন-বিধান বলি প্রাধান্য পাইবে

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি রুলস । তবে শর্ত থাকে যে প্রজাতন্ত্রের কোন কর্ম বা ওভার আওতাভুক্ত কোন বিশেষ শ্রেণীর জন্য আপাততঃ বলবৎ কোন অন্য কোন আইন অথবা অনুরূপ আইনের অধীন প্রণীত বিধি প্রয়োগবিধি আদেশ কোন বিশেষ বিধান থাকলে অনুরোধ বিশেষ বিধান প্রাধান্য পাইবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ