সিগন্যাল অমান্য করলেই অটো মামলা ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা Artificial intelligence in traffic control auto sues only if signals are violated

 


সিগন্যাল অমান্য করলেই অটো মামলা ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা

সিগন্যাল অমান্য করলেই অটো মামলা। ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা।

Artificial intelligence in traffic control auto sues only if signals are violated

সিগন্যাল ছাড়ার আগে-পড়ে কতগুলো গাড়ি ট্রাফিক আইন ভঙ্গ করছে তা ধরিয়ে দিচ্ছে এআই ক্যামেরা


ঢাকার গুলশান -২ এ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) সিগন্যাল সিস্টেম বসানো হয়েছে। এর মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে সব ধরণের গাড়ির গতিবিধি। সিগন্যাল ছাড়ার আগে-পড়ে কতগুলো গাড়ি ট্রাফিক আইন ভঙ্গ করছে তা ধরিয়ে দিচ্ছে এআই ক্যামেরা। যানঝট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি এ উদ্দ্যোগ নিয়েছেন। শুধু যানবাহনই নয় ট্রাফিক আইন ভঙ্গকারী পথচারীদের গতিবিধিও নজরদারিতে রাখা যাবে এর মাধ্যমে। প্রাথমিক পর্যবেক্ষণে সংশ্লিষ্টরা বলছেন, এ সিস্টেম চালু হলে একদিকে যানজট কমবে যেমন অন্যদিকে যত্রতত্র গাড়ি পার্কিং এবং ট্রাফিক আইন ভঙ্গ করার প্রবণতা কমবে যার ফলে যানজটের ভোগান্তি থেকে মানুষ অনেকাংশে রক্ষা পাবে। 




Previous Post
Next Post
Related Posts