দুর্ঘটনা, চুরি ইত্যাদির ক্ষেত্রে তদন্ত পদ্ধতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক

 


দুর্ঘটনা, চুরি ইত্যাদির ক্ষেত্রে তদন্ত পদ্ধতি

 জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং- ME(TR)IP-⅞4(pt)-590(100),

তারিখ ২৬  সেপ্টেম্বর,১৯৮৪


১। যদি কোন সরকারি গাড়ি দুর্ঘটনায় পতিত হয় বা অন্যভাবে কোনো দাঙ্গা-হাঙ্গামা কারী জনতার ধারাবাহিকের ফলে ক্ষতিগ্রস্ত হয় পাচুর ইত্যাদি কারণে ক্ষতিগ্রস্ত, তাহলে ড্রাইভার গাড়ি চালনার অনুমতিপ্রাপ্ত কর্মকর্তা ও অন্তর্ভুক্ত হইবেন উক্ত ঘটনা সংঘটিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্য দুর্ঘটনাস্থলে নিকটবর্তী থানায় এবং তাহার নিয়ন্ত্রণকারী কর্মকর্তার নিকট রিপোর্ট করিবেন। অনুচ্ছেদ-২


২। সরকারি যানবাহনের দুর্ঘটনায় ক্ষতির কারণ এবং লোকসান/ ক্ষতির দায়- দায়িত্ব নির্ধারণের জন্য প্রতি অফিসে কমপক্ষে তিন সদস্যের সমন্বয়ে একটি স্থায়ী কমিটি থাকিবে। এই কমিটিতে অন্য অফিসের এই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি কে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে। এই অনুচ্ছেদ মন্ত্রণালয়/ বিভাগ/ ডিপার্টমেন্ট/ ডাইরেকটোরেট/ বিধিবদ্ধ কর্পোরেশন কে বোঝাবে। অনুচ্ছেদ-৪


৩।  নিয়ন্ত্রনকারী কর্মকর্তা দুর্ঘটনার সংবাদ প্রাপ্তির তিন দিনের মধ্যে নিজস্ব মতামত সহ তাহাই স্থায়ী কমিটির নিকট প্রেরণ করবেন।  অনুচ্ছেদ-৩


 ৪। কমিটি ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট অফিস প্রধানের নিকট রিপোর্ট দাখিল করবেন এবং রিপোর্ট কর্মকর্তার নিকট প্রেরণ করবেন। অনুচ্ছেদ -৫


৫। কমিটির তদন্ত কালে নিম্নোক্ত বিষয়াদি পর্যালোচনা করিবেন-

  • এম, ভি, অর্ডিন্যান্স,১৯৮৩ এবং এম ভি রুলস,১৯৮৪এর সংশ্লিষ্ট বিধানসমূহ
  •  গাড়ি ব্যবহার সম্পর্কিত বিধি পদ্ধতি এবং বিভিন্ন সার্কুলার
  •  সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপীল বিধিমালা ১৯৮৫ এবং সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ 
  • সংশ্লিষ্ট মোটরযান পরিদর্শক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার রিপোর্ট।  অনুচ্ছেদ-৬


 ৬। কমিটি সুপারিশ প্রদানের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো উল্লেখ করবেন -

  • লোকসান বা ক্ষতি ইত্যাদির জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম
  •  ক্ষতি/ লোকসানের পরিমাণ এবং উহা আদায়ের পদ্ধতি
  •  দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গ এর বিরুদ্ধে পেনাল ডিডাকশন যে কার্যক্রম গ্রহণ করিতে হইবে
  •  বিষয়টি কোন আদালতে প্রেরণ করিতে হইবে বসচনা 
  • ভবিষ্যতে এধরনের লোকসান/ প্রতিরোধের গৃহীত পদক্ষেপ, এবং
  •  গাড়ি মেরামত বা অন্যভাবে বিক্রি/ হস্তান্তর করিতে হইবে কিনা।  অনুচ্ছেদ-৭


 ৭। কমিটির রিপোর্ট প্রাপ্তির ৭ দিনের মধ্যে প্রধান সমস্ত আনুষ্ঠানিকতা পালন পূর্বক কমিটির সুপারিশ অনুসারে পদক্ষেপ নিবেন। যদি অফিস প্রধান মন্ত্রণালয়/ বিভাগ ব্যতীত কমিটির সুপারিশের সঙ্গে একমত না হয় তাহা হইলে তিনি সাত ৭ দিনের মতো নিজস্ব মতামত সহ সিদ্ধান্তের জন্য বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/ বিভাগ কে গ্রহণ করিবেন । অনুচ্ছেদ-৮


৮। কমিটির সুপারিশ ব্যতীত গাড়ি মেরামত করা যাইবে না বা অন্য কোনভাবে গাড়িটি বিক্রি/ হস্তান্তর করা যাইবে না।  অনুচ্ছেদ-৯


FJ536


Previous Post
Next Post
Related Posts